আর্জেন্টিনার উশুয়াইয়াহ বন্দর থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর পেরিয়ে ২৭ বাংলাদেশির দল ছুটছে অ্যান্টার্কটিকার দিকে। ঐতিহাসিক এই অভিযানে দলটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য মাত্র ১১ বছরের জারিতা, আর সবচেয়ে প্রবীণ সদস্য আবদুল জলিল। ১০ জন নারীসহ এই দলে আছেন ভ্রমণপিপাসু বাংলাদেশিরা, যাঁরা দেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে বরফময় অ্যান্টার্কটিকায় পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়ন করছেন।