দেশ গঠনে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না করা পর্যন্ত একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, শ্রমিকদের আগের অবস্থানে রেখে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখা অবাস্তব। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া কোনো রূপান্তর সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে গণআন্দোলনে ছাত্র-জনতার পাশে শ্রমিকরাই প্রথম দাঁড়িয়েছিল, আজও দেশ গড়ার সংগ্রামে তাদের উপযুক্ত ভূমিকা নিশ্চিত করতে হবে