দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত সাত দিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্য এবং ২ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ৪০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।