ওটিটিতে সদ্য মুক্তি পাওয়া ‘লগআউট’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন ইরফান খানের ছেলে বাবিল খান। কিন্তু এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। আজ সকালে ইনস্টাগ্রামে হঠাৎ একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে বলিউড ইন্ডাস্ট্রিকে "জঘন্য" বলে আখ্যায়িত করেন এবং অঝোরে কাঁদতে থাকেন। ভিডিওতে বাবিল বলেন, "বলিউড একটা জঘন্য জায়গা। এখানকার মানুষ খুব রূঢ়।" সেইসঙ্গে তিনি উল্লেখ করেন অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের নামও।