ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচন কমিশন জানায়, নির্বাচন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বাছাই, আপিল গ্রহণ, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হবে।