
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রাজধানী ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার বিকেলে ঢাকার শাহবাগ মোড়ে আয়োজিত এক গণজমায়েতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তবে ছাত্র-জনতাকে সাক্ষী রেখে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।”
সমাবেশে আজিজুল হক আওয়ামী লীগকে ‘ফেরাউনের বাহিনী’ ও ‘গণহত্যাকারী দল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “৯ মাস পার হলেও আওয়ামী লীগের বিচার হয়নি। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ দলকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন দিতে হবে। তা না হলে রাজপথ ছাড়ব না।” বিকেল তিনটার পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একযোগে বক্তব্য দিতে থাকেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।