ঢাকা   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সুপার শপ

শেয়ারবাজার

প্রকাশিত: ০৯:৫৩, ১০ জুন ২০১৫

সুপার শপ

সুপার শপ

যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা মহানগরীতে অনেক আগেই এসেছে সুপার শপ। মাসের বাজার করতে এখন আর কাউকেগলদঘর্ম হতে হয় না কাঁচাবাজারে গিয়ে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুপার শপে পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো ভাল মন্দ বিচার করে কেনার ব্যবস্থা রয়েছে। শুধু কাঁচাবাজারই নয় নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় এক ছাদের নিচে। প্রথাগত বাজারের তুলনায় শতকরা ১ থেকে ২ টাকা বেশী প্রদান করতে হয়। কিন্তু এরপরও মানসম্পন্ন পণ্য পাওয়ার নিশ্চয়তা থাকে সুপার শপগুলোতে।

সুপার শপগুলো  

নাম

প্রধান কার্যালয় বা শোরুম এর ঠিকানা

আগোরা ১৩, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা ১২১২। মোবাইল নাম্বার: ০১৭১৩-১২৪৬৭২, ওয়েব: www.agorabd.com
নন্দন মেগা শপ ৪৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা – ১২১২। ফোন: ৯৮৯০৯২১, ৯৮৯০২৮৩, ৯৮৯৮৯৪৯, ফ্যাক্স: ০২-৯৮৮৮৪৭১ ওয়েব সাইট: www.nandangroupbd.com
ফ্যামিলি ওয়ার্ল্ড (প্রা) লি: ২/৬ মিরপুর রোড, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭। ফোন: ৯১২২০৬৩, ওয়েবসাইট: www.familyworld.com
আলমাস সড়ক# ৫, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা। ফোন নম্বর: ৮৬১৭০৮৫।
মিনা বাজার হাউজ – ৪৪, রোড – ১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯১৩৯৮৪৯, ওয়েব – www.meenabazar.com
এইচএনপি ফ্যামিলি মার্ট ৫৫ সাউথ এভিনিউ, গুলশান – ১, ঢাকা – ১২১২।
পিকিউএস রোড – ১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা – ১২০৯।
প্রাইস হাউজ হোলসেল ৭০ প্রগতি সরণি, বারিধারা, ঢাকা – ১২১২। ফোন: ৮৮১২৫১৯, ৯৮৯২৮৯২ মোবাইল: ০১১৯৮-১৩৪৪৫৭, ০১১৯১-২৫৮৪০৬
স্বপ্ন সুপার শপ নভো টাওয়ার, লেভেল # ৮, ২৭০ তেজগাঁও, ঢাকা। ফোন: ৮৮২৫৯২৪, ৮৮২৮৭৭৩।
প্রিন্স বাজার প্লট- ৬ এন্ড ১১, ব্লক- বি, প্রধান সড়ক, মিরপুর-১
ইলেক্ট্রা মিনি মল ১/৩, পশ্চিম হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ফোন নম্বর: ৯৩৩৫৪৬৮।
হাট বাজার রয়েল প্লাজা, বাড়ী# ৮/ এ, সড়ক # ৪, মিরপুর রোড, ধানমন্ডি। ফোন নম্বর: ৮৬২৮৫২৮।
পিক এন্ড পে এ আর টাওয়ার, ২৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ৮৮১৫৭৮৩।
ল্যাভেন্ডার সুপার ষ্টোর বাড়ী # ১, সড়ক # ৫০, গুলশান-২, ঢাকা। ফোন নম্বর: ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, ৯১৪৫০২৩, ৯১২২৬৪০।
কনজিউমার মেগা শপ বাড়ি # ৪০, রোড # ৩, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা – ১২১৬। ফোন: ৯০০৭১৪৩
ডি এস এস শেওড়া পাড়া বাসষ্ট্যান্ড, রোকেয়া স্মরণী, মিরপুর।
কেরি ফ্যামিলি সুপার শপ প্লট নং-১, রোড নং-১০, ব্লক-সি, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬ ফোন: ৯০০০৫৪৬, মোবাইল: ০১৭৩৯১০০১০৪, ওয়েব: www.carrefamily.com
আল-আমিন জি-১২, ডিসিসি মার্কেট (নিচতলা), গুলশান, ঢাকা-১২১২। ফোন নম্বর: ৯৮৯০৬৮২
ইটিসি বাড়ী# ২৭৫, সড়ক# ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। ফোন নম্বর: ৯১৩৮৪৩২, ৮৮৫২৩৪৪
ওয়ান ষ্টপ মল রাপা প্লাজা, (৪র্থ তলা), বাড়ী# ১, সড়ক# ২৭ (পুরাতন), ধানমন্ডি। ফোন নম্বর: ৯১২৩০০৫, ৯১৪১৭৬৪।
উত্তমা ফ্যামিলি পয়েন্ট বাড়ী # ৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন নম্বর: ৯৮৮০৭৯৯, ৮৮২৩৩৫৫।
  এলাকা অনুসারে সুপার শপগুলোর অবস্থান   গুলশান  
  • আগোরা, গুলশান-১ এ আর সেন্টারের নিচতলা।
  • ল্যাভেন্ডার সুপার ষ্টোর, ফয়সাল টাওয়ার, ২৭ নর্থ বাণিজ্যিক এলাকা, গুলশান ২, ঢাকা-১২১২। ফোন- ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, এক্স: ১১০, মোবাইল- ০১৯২২-১২১২৫২।
  • আলমাস সুপার শপ, রহমানিয়া সুপার মার্কেট (দ্বিতীয় তলা), ৪৬ গুলশান এভিন্যিউ, গুলশান ১, ঢাকা। ফোন: ৯৮৮৭৩২২, ৯৮৯৪৮৪১
  • নন্দন মেগা শপ, হোসনা টাওয়ার, ১০৬, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা – ১২১২। ফোন: ৯৮৬২৬৩৭, ৮৮৫০০৪৯
  • এইচএনপি ফ্যামিলি মার্ট, ৫৫ সাউথ এভিনিউ, গুলশান – ১, ঢাকা – ১২১২।
  • প্রাইস হাউজ হোলসেল, ৭০ প্রগতি সরণি, বারিধারা, ঢাকা – ১২১২। ফোন: ৮৮১২৫১৯, ৯৮৯২৮৯২ মোবাইল: ০১১৯৮-১৩৪৪৫৭, ০১১৯১-২৫৮৪০৬
  • ল্যাভেন্ডার সুপার ষ্টোর, বাড়ী # ১, সড়ক # ৫০, গুলশান-২, ঢাকা। ফোন নম্বর: ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, ৯১৪৫০২৩, ৯১২২৬৪০।
    বনানী  
  • নন্দন মেগা শপ, এন ডাব্লিউ ও # ৪ , কামাল আতার্তুক এভিনিউ, ঢাকা। ফোন নম্বর: ৮৮৫০০৪৯, ৯৮৬২৬৩৭।
  • পিক এন্ড পে সুপার মার্কেট, এ আর টাওয়ার, ২৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ৮৮১৫৭৮৩।
  • মিনা বাজার, বনানী ১১ নং সড়কের শেষ প্রান্তে। ফোন: ৮৮৩৫৮৬৪।
    ধানমন্ডি  
  • আগোরা, ৮০, সীমান্ত স্কয়ার, সড়ক# ২ ধানমন্ডি, ঢাকা, ফোন নম্বর: ৮৬২৩৪৮৩।
  • আগোরা, জেনেটিক প্লাজা, বাড়ি# ১৬, রোড# ২৭, ধানমন্ডি, ঢাকা।, ফোন নম্বর: ৮১৫০৭৯৮, ৮৮৯১০৩। মোবাইল নম্বর: ০১৭১৪-০৩৭৭০০।
  • আলমাস সুপার শপ, গ্রীন তাজ সেন্টার, বাড়ী নং – ৮১, রোড নং – ৪/এ, ধানমন্ডি – ১৫, ঢাকা – ১২০৯। ফোন নম্বর: ৮১১৯৬২৭
  • আলমাস সুপার শপ, সড়ক ৮/এ, ধানমন্ডি, ঢাকা।
  • আলমাস সুপার শপ, সড়ক ৫, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা। ফোন: ৯৮৮৭৩২২, ফ্যাক্স: ৮৮০২-৮৮৫৬০১৩।
  • মিনা বাজার, বাড়ি: ৪৪, রোড: ২৭, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯১৩৯৮৪৯
  • মিনা বাজার, এলিট সেন্টার, বাড়ি: ৭৪১, রোড: ১৫, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮১৫২০৮৫
  • নন্দন মেগা শপ, প্লট # ৩১২ (পুরাতন), রোড # ২৭, (পুরাতন), ১৬ (নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা। ফোন: ৮১২৭০৮৫, ৮১২১২৫০
  • স্বপ্ন সুপার শপ,৫৬/৪, লেকসার্কাস, কলাবাগান রোড, পান্থপথ, ধানমন্ডি, ঢাকা। ফোন নম্বর: ৮৮২৫৯৪০
  • পিকিউএস, রোড – ১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা – ১২০৯।
  • হাট বাজার, রয়েল প্লাজা, বাড়ী# ৮/ এ, সড়ক # ৪, মিরপুর রোড, ধানমন্ডি। ফোন নম্বর: ৮৬২৮৫২৮।
  • ইটিসি, বাড়ী# ২৭৫, সড়ক# ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। ফোন নম্বর: ৯১৩৮৪৩২, ৮৮৫২৩৪৪।
  • ওয়ান ষ্টপ মল, রাপা প্লাজা, (৪র্থ তলা), বাড়ী# ১, সড়ক# ২৭ (পুরাতন), ধানমন্ডি। ফোন নম্বর: ৯১২৩০০৫, ৯১৪১৭৬৪।
    পুরান ঢাকা  
  • স্বপ্ন সুপার শপ, ওয়ারী এলাকার আড়ং শো-রুমের নীচতলায় ৩৬/ ২, রেংকিন স্ট্রিটে স্বপ্ন সুপার শপের অবস্থান। মোবাইল নং ০১৯২৮৬৪৫৯৭৮।
  • মিনা বাজার, ২৭/বি/৩/এ, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা। ফোন: ৮৬২০১৪৪।
  • স্বপ্ন সুপার শপ, ৬১, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা- ১১০০। ফোন- ০১৬৭০-৮২৯৫৫৪।
    মিরপুর  
  • আগোরা, মিরপুর (আড়ং এর পাশে অবস্থিত), চিড়িয়খানা রোড, মিরপুর-১।
  • প্রিন্স বাজার, প্লট- ৬ এন্ড ১১, ব্লক- বি, প্রধান সড়ক, মিরপুর-১।
  • কেরি ফ্যামিলি সুপার শপ, প্লট নং-১, রোড নং-১০, ব্লক-সি, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ৯০০০৫৪৬ মোবাইল: ০১৭৩৯১০০১০৪।
  • কনজিউমার মেগা শপ, বাড়ি # ৪০, রোড # ৩, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা – ১২১৬। ফোন: ৯০০৭১৪৩।
  • কনজিউমার মেগা শপ, ৮৪২/৮৪৩, পূর্ব কাজীপাড়া (বাসস্ট্যান্ড), বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা – ১২১৬। ফোন: ৮০৩৩৪১১।
  • কনজিউমার মেগা শপ, বাড়ি # ৪০, রোড # ৩, ব্লক # বি, সেকশন # ১২, মিরপুর, ঢাকা। ফোন: ৯০০৭১৪৩।
  • মিনা বাজার, ১৪/৩, সি, সেনপাড়া, পর্বতা, মিরপুর ১০ গোলচত্বর, ঢাকা ১২১৬। ফোন নম্বর: ৯০০৯৭৩২।
  • নন্দন মেগা শপ, ২৬/ডি, মিরপুর ১১, ঢাকা-১২১৬। যোগাযোগের নম্বর ৯৮৬২৬৩৭ ও ৯৮৬১৬০৩।
  • স্বপ্ন সুপার শপ, বাড়ি# ৩৪, রোড# ১৬, রূপনগর আবাসিক এলাকা। পল্লবী, ঢাকা- ১২১৬।
  • ডি এস এস, শেওড়া পাড়া বাসষ্ট্যান্ড, রোকেয়া স্মরণী, মিরপুর।
    উত্তরা  
  • আগোরা, প্লট # , রোড # , সেক্টর # , উত্তরা, ঢাকা।, ফোন: ০২-৮৯২০৩০৮, মোবাইল: ০১৭১৩-১২৪৬৭২
  • নন্দন মেগা শপ, আপডেট টাওয়ার (২য় তলা), ১ শাহজাহান এভিনিউ, সেক্টর – ৬, উত্তরা, ঢাকা। ফোন: ০২-৮৯৫১২২৭, ০-৮৯৫১২৩৫
  • ফ্যামিলি নিডস, ৭, রবীন্দ্র স্মরণী, সেক্টর # , উত্তরা, ঢাকা। ফোন নম্বর: ৮৯২৪৪৫৮, ৮৯২১৫৬১
  • স্বপ্ন সুপার শপ, হাউজ # ৩০, সেক্টর # ১১, গরীবে নেওয়াজ রোড, উত্তরা, ঢাকা। ফোন:  ৮৮২৫৯২৮
  • উত্তমা ফ্যামিলি পয়েন্ট, বাড়ী # ৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন নম্বর: ৯৮৮০৭৯৯, ৮৮২৩৩৫৫।
  অন্যান্য  
  • আগোরা, মগবাজার, রহিম আফরোজ সুপার স্টোর লিমিটেড, সেলিনা পারভীন রোড (পুরাতন- ৬৯), আউটার সার্কুলার রোড, মগবাজার, রমনা, ঢাকা- ১২১৭, ফোন-৮৮-০২-৯৩৬০৯৯৪, ৯৩৫০৪৯৩, ৮৮-০২-২৮৬২৩৪৮৩
  • আগোরা, শান্তিনগর ৩১, সিদ্ধেশ্বরী রোড, শান্তিনগর, ঢাকা। যোগাযোগের নম্বর ০২-৯৩৩৯৯১৩।
  • কেরি ফ্যামিলি সুপার শপ, ৪৫, প্রবাল হাউজিং লি:, রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭। ফোন: ৯১২৮০৯৮
  • মিনা বাজার, ৭৭/সি আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ৯১৪২৫৩৮
  • মিনা বাজার, ক ৭০, প্রগতি স্বরনী, বাড্ডা, ঢাকা। ফোন: ৮৪১৫৩৬৪।
  • মিনা বাজার, কুইন্স টাউন (নীচ তলা), ২০৮ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০। ফোন: ০২-৯৩৫৫৪৫৩।
  • মিনা বাজার, রিং রোড, শ্যামলী থানার পাশে। ফোন: ৯১০৩৯৮৪।
  • মিনা বাজার, বাড়ী নং ১৯, রোড নং ০২, মোহম্মদীয়া হাউজিং সোসাইটি, ঢাকা। ফোন: ৯১৩৭১৬৫।
  • নন্দন মেগা শপ, ৯০, কাকরাইল, মুসাফির টাওয়ার, ঢাকা – ১০০০। ফোন: ৯৩৪২৭৪৬, মোবাইল: ০১৮১৭-২৯৮৮৮৫।
  • স্বপ্ন সুপার শপ, টেপা কমপ্লেক্স, ১৬৯, শহীদ নজরুল ইসলমা সরণী, পুরানা পল্টন, ঢাকা – ১১০০। মোবাইল: ০১৯১৯-৮৩৮৮৬১।
  • ফ্যামিলি ওয়ার্ল্ড, ২/৬ মিরপুর রোড, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭। ফোন: ৯১২২০৬৩
  • ইলেক্ট্রা মিনি মল, ১/৩, পশ্চিম হাজিপাড়া, ডিআইটি রোড, রামপুরা, ফোন নম্বর: ৯৩৩৫৪৬৮।
  সুপার শপে কেনাকাটার সুবিধাগুলো  
  • পছন্দনীয় পণ্য যাচাই করে কেনা যায়।
  • যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পণ্য নেওয়ার সুযোগ আছে।
  • পণ্য অনুসারে আলাদা আলাদা জোন রয়েছে।
  • নানা পরিমাপের প্যাকেটজাত পণ্য থরে থরে সাজানো থাকে।
  • কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বিচার বিশ্লেষণে পণ্য কেনার স্বাধীনতা
  • মান সম্পন্ন পণ্য কেনার নিশ্চয়তা।
  • মাছ মাংস পছন্দ অনুযায়ী টুকরো করে নেওয়ার সুযোগ আছে।
  • কম্পিউটারাইজড পদ্ধতি বিল করার সুবিধা।
  • ক্যাশ ছাড়াও কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা।
  • পণ্যের গুনগত মান সম্পর্কে গাইডের সাহায্যে জানার সুবিধা।
  • পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ।
  • ক্রয়কৃত পণ্য গাড়ী পর্যন্ত পৌছে দেওয়ার ব্যবস্থা।
  • কাঁচাবাজারের সাথে দামের পার্থক্য শতকার ৩ ভাগ।
  • দেশী পণ্যের পাশাপাশি বিদেশী পণ্য কেনার সুবিধা।
  • গাড়ী পার্কিং এর ব্যবস্থা।
  • অগ্নি নির্বাপন ব্যবস্থা।
  • বাজারের থলে বহনের ঝামেলা নেই।
  • ঠেলাঠেলি করতে হয় না।
  যেসব পণ্য পাওয়া যায়  
  • গরুর হাড়যুক্ত মাংস, হাড়ছাড়া মাংস, কিমা, কলিজা, মগজ, পায়া এবং ভূড়ি পাওয়া যায়।
  • খাসির হাড়যুক্ত মাংস, হাড় ছাড়া মাংস, কিমা, পায়া, কলিজা এবং ভূড়ি পাওয়া যায়।
  • চামড়াসহ ও চামড়া ছাড়া বয়লার মুরগী, দেশী মুরগী, স্যুপের মুরগী, শুধু মুরগীর রানের পিস, বুকের পিছ, গিলা কলিজা ও গলা এবং  রোষ্টের মুরগী পাওয়া যায়।
  • হাঁস, কবুতর এবং পাখি পাওয়া যায়।
  • ছোট বড় মাঝারি সাইজের ইলিশ, গলদা চিংড়ি, কৈ মাছ, রুই, কাতলা, বোয়াল, স্বরপুটি, পাবদা, রুপচাঁদা, মৃগেল, বাইম, মাগুর, টেংরা, পুটি, টাকি মাছ পাওয়া যায়।
  • চাউল, আটা, ময়দা, সয়াবিনের তৈল, সরিষার তৈল, সূর্যমূখী ফুলের তৈল, অলিভ তৈল, চাউলের আটা পাওয়া যায়।
  • নানা পদের সিজনাল সবজি, পেয়াজ, আলু, রসুন, মরিচ, আদা, কাঁচা হলুদ, গরম মশলা, প্যাকেট জাত গুড়ো মশলা পাওয়া যায়।
  • তৈরীকৃত ফ্রোজেন ফুডস যেমন সিঙ্গারা, সামুসা, চিকেন টিকা, চিকেন কাটলেট, চিকেন নাগেট, পরোটা, রুটি, ফিস কাটলেট, ফিস টিকা পাওয়া যায়।
  • বিভিন্ন দেশী বিদেশী কসমেটিক, অর্নামেন্টস, বাচ্চাদের খেলনা, মেয়েদের প্রয়োজনী পণ্য পাওয়া যায়।
  • বোতল জাত কোমল পানীয়, প্যাকেটজাত জুস এর তরল এবং পাউডার পণ্য পাওয়া যায়।
পণ্যগুলো বিক্রয় পদ্ধতি  
  • এখানে মাছ মাংসসহ সকল প্রকার গ্রোসারী সামগ্রী ওজনে বিক্রয় হয়ে থাকে।
  • কসমেটিক, অর্নামেন্টস, বাচ্চাদের খেলনা এবং মেয়েদের প্রসাধণী ও প্রয়োজনীয় পণ্য পিস হিসেবে বিক্রয় হয়ে থাকে।
  • কনজিউমার কোম্পানীর বোতল জাত, প্যাকেটজাত পণ্য ওজন হিসেবে পণ্য প্রদর্শণ হলেও প্রতি প্যাকেট হিসেবে বিক্রি হয়।
  মাছ ও মাংস কেটে দেওয়া  
  • প্রত্যেক সুপার শপে মাছ মাংস কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে
  • কোথাও স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কেটে দেওয়া হয়
  • কোথাও আবার হাতের সাহায্যে কেটে দেওয়া হয়।
  • যেভাবেই মাছ মাংস কাটা হোক না কেন জীবানুর ব্যাপারে সর্বদা সতর্ক থাকা হয়।
  • মাছ মাংস কাটার সময় গ্রাহকের কাছ থেকে জেনে নেওয়া হয় এটি কি হোম সাইজ না পার্টি সাইজ কিংবা রোষ্ট সাইজ নাকি আস্ত হবে।
  ট্রলির প্রকারভেদ  
  • পণ্য পরিবহনের জন্য সুপার শপ গুলোতে তিন ধরণের ট্রলি পাওয়া যায়
  • চাকাযুক্ত বড় এবং ছোট সাইজের ট্রলি রয়েছে।
  • চাকাযুক্ত বড় ট্রলি গুলো ৪০ কেজি এবং ছোট ট্রলিগুলো ১৫ কেজি মালামাল বহন করে নেওয়া যায়।
  • এছাড়া হ্যান্ড ট্রলি রয়েছে। যেটাতে সর্বোচ্চ ৫ কেজি পণ্য বহন করা যায়।
  • ট্রলিগুলো সুপার শপের ক্যাশ কাউন্টার, মাছ বা মাংসের ডিপর্টামেন্টের পাশে সারিবদ্ধভাবে সাজানো থাকে।
  • ট্রলিগুলোতে করে পণ্য নিয়ে ক্যাশ কাউন্টার পর্যন্ত এবং সর্বোচ্চ নিজের গাড়ী পর্যন্ত নিয়ে যাওয়া যায়।
  হোম সার্ভিস  
  • সুপার শপগুলো থেকে হোম সার্ভিসের সুবিধা তেমন একটা দেওয়া হয় না।
  • তবে একসাথে অনেক পণ্য নিলে পৌছানোর জন্য গাড়ীর ব্যবস্থা করে দিয়ে থাকে সুপার শপ কর্তৃপক্ষ।
  • আগে অর্ডার দিলে সকল পণ্য জোগাড় করে প্যাকেট জাত করে প্রস্তুত রাখা হয়।
  • অগ্রীম অর্ডারের ক্ষেত্রে প্রতিষ্ঠান এবং ব্রাঞ্চ ভেদে কিছুটা পার্থক্য থাকে। তবে মোটামুটি ৫০ ভাগ টাকা অগ্রীম প্রদান করতে হয়।
  • বিনিময়ে কর্তৃপক্ষ গ্রাহককে মানি রিসিপ্ট প্রদান করে থাকে। 
সময়সূচী  
  • সুপার শপগুলোর সাপ্তাহিক তেমন বন্ধ থাকে না।
  • প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
  • গ্রাহকের সুবিধার্থে ঈদের দিনেও শপগুলো খোলা থাকে।
বিল পেমেন্ট ও ক্যাশ কাউন্টার  
  • সকল পণ্য সংগ্রহ করার পর সুপার শপের ক্যাশ কাউন্টারে নিয়ে আসতে হয়।
  • এখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্যের তালিকা করে মোট দাম গ্রাহককে জানানো।
  • মোট বিলের রশিদ গ্রাহককে সরবরাহ করা হয়ে থাকে ক্যাশ কাউন্টার থেকে
  • ক্যাশ বা কার্ডের মাধ্যমে পণ্যের বিল পরিশোধ করা যায়।
  • কার্ডের ক্ষেত্রে ভিসা, মাষ্টার এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করা যায়।
  প্যাকিং  
  • ক্রয়কৃত পণ্য কাপড়ের ব্যাগে প্যাকিং করে দেওয়া হয়।
  • এছাড়া মাছ ও মাংস পলিথিনে প্যাকিং করা হয়।
  • তরিতরকারী নেটের ব্যাগে।
  • চাউল কাপড়ের ব্যাগে প্যাকিং করা হয়।
মেম্বারশিপ
  • সুপার শপগুলোতে মেম্বারশীপের ব্যবস্থা বর্তমান সময়ে গড়ে উঠেছে
  • সদস্য হলে মোট ক্রয়কৃত পণ্যের উপর ছাড় দেওয়া হয়।
  • এই ছাড় সুপার শপ এবং এলাকাভেদে কিছুটা তফাৎ থাকে।
  • মেম্বারশীপের ক্ষেত্রে প্রতিষ্ঠান এবং এলাকাভেদে সর্বোচ্চ ২০০০ টাকা থেকে ৩০০০ টাকার পণ্য ক্রয় করলে সদস্য করা হয়।
  • কোথাও আবার ফর্ম পূরণ করে সদস্য হওয়ার ব্যবস্থা রয়েছে।
  • সদস্যরা ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকার বাজার করলে শতকরা ২ থেকে ৫ টাকা হারে ছাড় দেওয়া হয়।
  • প্রতিষ্ঠান বা ব্রাঞ্চের নতুন কোন আপডেট থাকলে তা সদস্যদের ওভার ফোন এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হয়।
  পণ্য পরিবর্তন  
  • গ্রোসারী পণ্যে কোন পরিবর্তণ করার ব্যবস্থা নেই।
  • কসমেটিক, ব্যাগ বা অন্য আইটেমে শর্ত সাপেক্ষে পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে।
  • তবে কোন ভাবেই টাকা ফেরত দেওয়া হয় না।
  • পণ্যের কোন ক্ষতি হলেও ফেরত দেওয়া হয় না।
  গাইড সার্ভিস  
  • পণ্য ক্রয় করার সময় সুপার শপের দায়িত্ব প্রাপ্ত গাইডগন সহযোগীতা করে থাকে।
  • পণ্যের গুণগত মান সম্পর্কে গাইডের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়।
  • কাঙ্খিত তথ্য খুঁজে পেতে গাইডরা সহযোগীতা করে থাকে।
  • প্রতিষ্ঠান অনুযায়ী গাইডরা একই ধরণের পোষাক পড়ে থাকে।
  • নারী এবং পুরুষদের সহযোগীতা করার জন্য মেয়ে এবং ছেলে গাইড রয়েছে।
  • বিদেশী ক্রেতাদের সাহায্য করার জন্য শপগুলোর সহকারী কর্মকর্তা পর্যায়ের ব্যক্তিরা এগিয়ে আসেন।
  ছাড় অফার  
  • গ্রোসারী পণ্যে ছাড় দেওয়ার ব্যবস্থা নেই
  • তবে বিভিন্ন কোম্পানীর পণ্যে যেসব ছাড় প্রদান করে থাকে সেসব ছাড় এইসব সুপার শপ থেকেও পাওয়া যায়।
  • বিশেষ দিন ঈদ পূজা বা অন্য কোন দিবস উপলক্ষ্যে নির্দিষ্ট পরিমান টাকার পণ্য ক্রয় করলে ছাড় দেওয়ার ব্যবস্থা করে থাকে সুপার শপ কর্তৃপক্ষ।
  অভিযোগ  
  • সুপার শপের পণ্য, সার্ভিস বা এখানকার কোন ব্যক্তির আচরণে গ্রাহক অসুন্তষ্ট হলে সরাসরি অভিযোগ করার ব্যবস্থা রয়েছে।
  • কোথাও অভিযোগ বক্স, কোথাও বা শোরুম ইনচার্জ বা সরাসরি ই-মেইলের মাধ্যমে হেড অফিসে অভিযোগ করা যায়।
  • অভিযোগ ছাড়াও গ্রাহকরা পরামর্শও প্রদান করতে পারে।
  • অভিযোগ বা পরামর্শ লিখিত বা মৌখিকভাবে প্রদান করা যায়।
  বিবিধ  
  • সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিজস্ব নিরাপত্তা রক্ষীর পাশাপাশি প্রত্যেকটি শোরুমে সিসি টিভি ক্যামেরা রয়েছে।
  • অগ্নিকান্ডের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক শপেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র এবং ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।
  • এয়ারকন্ডিশনের মাধ্যমে তাপমাত্রা সহণীয় পর্যায়ে রাখার জন্য গরমের সময় শীতল পরিবেশ এবং শীতের সময় গরম পরিবেশের ব্যবস্থা করা হয়ে থাকে।
  • শপিং করতে গিয়ে গাড়ী রাখা নিয়ে গ্রাহকের দুশ্চিন্তা দূর করতে সকল শপের নিজস্ব গাড়ী পার্কিং ব্যবস্থা রয়েছে। এসব পার্কিং এ ৫ থেকে ১০ করে গাড়ী পার্ক করার ব্যবস্থা থাকে। এর জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।