ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

তথ্যমন্ত্রীর সঙ্গে নোয়াবের সভা

জাতীয়

প্রকাশিত: ২০:৪২, ২৩ ডিসেম্বর ২০২০

আপডেট: ১১:৪২, ২৪ ডিসেম্বর ২০২০

তথ্যমন্ত্রীর সঙ্গে নোয়াবের সভা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতারা।

 

আজ বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

নোয়াব প্রতিনিধিরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেয়া হয়েছে বলে জানান। সেই সঙ্গে তথ্য মন্ত্রণালয় থেকে আরেকবার তাগিদ দেয়ার আশ্বাস দেন।

 

দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

শেয়ার বিজনেস24.কম