শেয়ারবাজার-এর তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মালিকানায় পরিবর্তন আসতে যাচ্ছে। কোম্পানিটির প্রয়াত উদ্যোক্তা পরিচালক মো. খালিদ হোসেনের হাতে থাকা ১৩ লাখ ৭৪ হাজার ৯৫১টি শেয়ারের মধ্যে ১৩ লাখ ৩৪ হাজার ৯০৪টি শেয়ার এখন তাঁর স্ত্রী নাজনীন আক্তারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে যে, নাজনীন আক্তার প্রয়াত পরিচালকের নমিনি হিসেবে এই শেয়ারগুলো গ্রহণ করবেন। উল্লেখ্য যে, মো. খালিদ হোসেন গত বছরের ৭ ডিসেম্বর ইন্তেকাল করেন।
১৯৯৫ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এই বীমা কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির হাতে বর্তমানে ৬ কোটি ১৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে এবং মোট শেয়ারের সংখ্যা ৫ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০৬টি।
মালিকানার বিন্যাস অনুযায়ী, বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৫৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.০১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪২.২৫ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক অবস্থার পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৫ অর্থবছর-এর প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা গত অর্থবরের একই সময়ে ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সায়।
























