ব্যাংক খাতে চমক: ১৭ মাস পর দুই অঙ্কে ফিরল আমানতের হার
আর্থিক খাতের দীর্ঘ মন্দার পর আবারও ব্যাংকখাতে আমানতের হার দুই অঙ্কে ফিরে এসেছে। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজারভিত্তিক করা, ডলার কিনে ব্যাংকে সরবরাহ, রফতানি আয় ও রেমিট্যান্সে নিরবচ্ছিন্ন প্রবাহ ধরে রাখাসহ নানা পদক্ষেপের ফলে টানা ১৭ মাস পর ব্যাংকখাত পুনরায় সাড়া পাচ্ছে। তবে এই আস্থা সীমিত, মূলত সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর প্রতি।