ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ঐতিহ্যে ও সাফল্যে ৬০ বছরে বাজুস

ঐতিহ্যে ও সাফল্যে ৬০ বছরে বাজুস

১৭ জুলাই দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ৫৯ বছর পূর্ণ করে ৬০ বছরে পদার্পণ করছে বাজুস।

সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৬০তম প্রতিষ্ঠা উদযাপিত হচ্ছে। দেশের ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সারা দেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক মিলন মেলায় সামিল হচ্ছে। দেশের অর্থনীতিতে জুয়েলারী শিল্প মালিকদের গৌরবোজ্জল অবদান তুলে ধরতে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’।

এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আয়োজনে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোষ্টার ঝুলানো, আলোক সজ্জা এবং আলোচনা সভা ইত্যাদি।

বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক জনাব বাদল চন্দ্র রায়।

বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম. এ. ওয়াদুদ খান প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে জানান প্রাণঢালা শুভেচ্ছা। তিনি বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ সম্পৃক্ত। সরকারের নীতি সহায়তা, সঠিকভাবে উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ শিল্প তৈরী পোশাক শিল্পের মত দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে।