JAC EnergyPac Power
Crystal Life Insurance
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

লাউ গাছ কেটে শত্রুতা উদ্ধার


১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৯:০৯  পিএম

এমএ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর

শেয়ার বিজনেস24.কম


লাউ গাছ কেটে শত্রুতা উদ্ধার

শরীয়তপুরে লাউ গাছ কেটে পূর্ব শত্রুতা উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার দুপুর দেড়টায় জেলার নড়িয়া উপজেলার দক্ষিণ নশাসন গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আবদুর রব চৌকিদারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, নড়িয়া উপজেলার নশাসন-জপসা গ্রামের সীমানায় অবস্থিত চর কোটাপাড়া গ্রামের আবদুল হাই চৌকিদার পার্শ্ববর্তী দক্ষিণ নশাসন গ্রামের আবদুর রব চৌকিদারের বাড়ির কাছে জমি পরিস্কার করার জন্য আসেন। আবদুল হাই চৌকিদার যে জমি পরিস্কার করতে আসেন, সে জমি নিয়ে আবদুর রব চৌকিদারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বৃহষ্পতিবার দুপুর দেড়টায় সেই বিরোধের জের ধরে ওই জমির পাশে আবদুর রব চৌকিদারের লাগানো লাউ গাছগুলো কেটে ফেলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আবদুর রব চৌকিদারের বাড়িতে একটি বিশাল লাউ গাছের ঝাঁকা রয়েছে। তাতে শতাধিক ছোট বড় লাউ ধরেছে। সদ্য লাউ গাছের গোড়া কাটায় লাউ গাছ গুলো শুকিয়ে গেছে।

লাউ গাছের মালিক আবদুর রব চৌকিদার বলেন, আমার বাড়ির পাশের জমি নিয়ে পার্শ্ববর্তী গ্রামের আবদুল হাই চৌকিদারের সাথে বিরোধ রয়েছে। সেই বিরোধের কারণে আজ আমার লাউ গাছ কেটে দিয়েছে। এতে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়েছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করবো।

এ ব্যাপারে আবদুল হাই চৌকিদারকে শত খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সাথে আলাপ কালে তিনি বলেন, আবদুর রব চৌকিদারের কিছু লোক থানায় এসে অভিযোগ দাখিল করেছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ