ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ছুটির দিনেও খোলা থাকবে কর অফিস

জাতীয়

প্রকাশিত: ২১:০১, ২১ নভেম্বর ২০১৬

ছুটির দিনেও খোলা থাকবে কর অফিস

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে শুক্র ও শনিবার ছুটির দিনও কর অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়াসহ সংশ্লিষ্ট সেবার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আয়কর দিবস উপলক্ষে প্রথমবারের মতো আয়কর সপ্তাহ উদযাপন করবে সংস্থাটি। এ সময় কর অঞ্চলগুলোতে মেলার মতো সেবা পাওয়া যাবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করা হবে।

এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আয়কর দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো আয়কর সপ্তাহ পালন করা হবে। আয়কর সপ্তাহ পালনকালে সব অঞ্চলের করদাতা যাতে মেলার সব সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে।

শেয়ার বিজনেস24.কম