
চাঁদের উৎপত্তি নিয়ে একটি মতবাদ প্রচার রয়েছে। যাতে বলা হয় ৪৫ কোটি বছর আগে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা মঙ্গলের আকারের একটি গ্রহ পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় এবং এই সংঘর্ষে নিক্ষিপ্ত বস্তুর টুকরোগুলো একীভূত হয়ে চাঁদের জন্ম হয়।
এই ধারণার পক্ষেও যুক্তি রয়েছে। তবে সম্প্রতি বিজ্ঞানীরা এই তত্ত্বের একটি বিকল্প তত্ত্ব দিয়েছেন। এতে বলা হয়, পৃথিবী এবং চাঁদ একই সঙ্গে একই গলিত বস্তু হতে সৃষ্টি হয়েছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ডেভিসের একদল গবেষক নতুন এ তত্ত্বের প্রস্তাবক। পুরাতন তত্ত্বের আলোকে নতুন তত্ত্বে বলা হয়, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা একটি গ্রহের সঙ্গে প্রকাণ্ড বেগে অপর একটি গ্রহের সংঘর্ষ হয়। এতে উভয় গ্রহই প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সংঘর্ষে উৎক্ষিপ্ত বস্তু হতে পৃথিবী ও চাঁদের জন্ম হয়।
শেয়ার বিজনেস24.কম