ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা দোয়া ১ জুলাই

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪, ১ জুলাই ২০২৫

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা দোয়া ১ জুলাই

জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদতবরণ করেছেন তাঁদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে  ১ জুলাই বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

পরিপ্রেক্ষিতে, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী ছাত্র জনতার রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটি-সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বাদ জোহর দুপুর ১:৩০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ