১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৮:২৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
গাড়ি বুকিং দেওয়ার অ্যাপ্লিকেশন চলোতে নতুন চারটি সুবিধা যুক্ত করছেন এর উদ্যোক্তারা। এর মধ্যে আছে বিমানের টিকিট কাটার সুবিধা, পণ্য পাঠানোর সুবিধা, মাইক্রোবাস ভাড়া ও এসএমএস পাঠানোর সুবিধা।
চলোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দিন চলো অ্যাপ ব্যবহার করে প্রাইভেট কার ভাড়া নেওয়ার সুবিধা ছিল। এবারে বড় পরিবারের কাছে বা দূরের যাত্রায় বড় গাড়ির চাহিদা পূরণে থাকছে নতুন নতুন মাইক্রোবাস। এসব সেবার পাশাপাশি চলোতে চালু হয়েছে বিমানের টিকিট কাটার সুবিধাও। দেশ ও বিদেশের বিভিন্ন গন্তব্যের টিকিট এখন পাওয়া যাচ্ছে চলোতে। চলো দিচ্ছে চলো প্যাকেট সার্ভিস। এই সার্ভিসের আওতায় প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্যাকেটটি নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছে দেবে চলো। এ ছাড়া অ্যাপের পাশাপাশি অফলাইন ইন্টারনেট সেবার ক্ষেত্রে এসএমএসের মাধ্যমেও কার বুকিং দেওয়ার সুযোগ চালু করেছে। গ্রাহকের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে ঢুকে সেখান থেকে এসএমএস অপশন নির্বাচন করে এসএমএস পাঠিয়ে গাড়ি বুকিং দেওয়া যাবে। বিস্তারিত জানা যাবে চলোর ওয়েবসাইট (www.chalo.com.bd) থেকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।