ঢাকা   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এমপি বদি’র জামিন

এমপি বদি’র জামিন

দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ২ নভেম্বর (বুধবার) তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার সেদিন এ আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার উচ্চ আদালতে আপিল করেন আবদুর রহমান বদি।

শেয়ার বিজনেস24.কম