১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৭:৩৮ পিএম
শেয়ার বিজনেস24.কম
স্কাইপ বা ফেসটাইমের মতো হোয়াটসঅ্যাপে এখন থেকে ভিডিও কল করা যাবে। ওয়াইফাইয়ের মধ্যে থাকলে কোনো খরচ পড়বে না। তবে ওয়াইফাই না থাকলে ইন্টারনেট সেবার মান অনুযায়ী খরচ হবে। হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা জান কুম এ তথ্য জানিয়েছেন।
সারা বিশ্বে এক বিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। জান কুম বলেন, মোট ১৮০টি দেশে এ সেবা ভোগ করা যাবে। আইফোন, উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড, সব ফোনেই এ সেবা পাওয়া যাবে। ভিডিও কল ভয়েস কলিংয়ের মতোই। কোনো ব্যক্তির প্রোফাইলের ওপর ফোন বোতাম টিপলে দুটি অপশন ভেসে উঠবে, ভয়েস কল ও ভিডিও কল। ভিডিও কলে প্রেস করলেই হবে।
মেসেজের মতো এ ভিডিও কলের বিষয়বস্তুও এনক্রিপটেড। অর্থাৎ সেন্ডার, রিসিভার ছাড়া অন্য কেউ বার্তা পড়তে পারবে না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।