facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে নিহত ৩


২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০২:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে নিহত ৩

ঈশ্বরদীর আইকে রোডের চরমিরকামারী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে বন্দুকযুদ্ধে আরও এক ডাকাত নিহত হয়েছেন। পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মোট তিনজন নিহত হলেন। এর আগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছিলেন।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় বাদশা রাইস মিলে ডাকাতির প্রস্তুতির সময় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় একটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
 
র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানি দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বীণা রানি দাস জানান, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকার বাদশা রাইস এজেন্সি নামের একটি চালকলে রাতে তিনটি ট্রাক নিয়ে ৩০-৩৫ জনের ডাকাত দল তিনটি দলে বিভক্ত হয়ে লুটপাট চালাচ্ছিল।
 
খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান দু`জন। গুলিবিদ্ধ হন আরও চারজন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: