ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তিন কোম্পানির শেয়ার দর বাড়ার ধরন নিয়ে সন্দেহ!

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:১৩, ১০ সেপ্টেম্বর ২০২৩

তিন কোম্পানির শেয়ার দর বাড়ার ধরন নিয়ে সন্দেহ!

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর বাড়ার ধরন নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে মনে করছে ডিএসই। এজন্য কোম্পানিগুলোর কাছে কারণ জানতে চেয়েছে ডিএসই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া প্যাসিফিক

শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ০৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

কোম্পানিটির গত ২৯ আগস্ট শেয়ার দর ছিল ৫৫ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির গত ২৯ আগস্ট শেয়ার দর ছিল ৪৫ টাকা ২০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ইস্টার্ন ইন্স্যুরেন্স

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

কোম্পানিটির গত ৩০ আগস্ট শেয়ার দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ২০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

 

 

শেয়ার বিজনেস24.কম