ঢাকা   শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইইউ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২২ জানুয়ারি ২০২৬

শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইইউ

দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)–এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।এছাড়া ভবিষ্যতেও এই সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইইউ প্রতিনিধি দল।

এ তথ্য জানা গেছে বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিএমের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে।

 বৈঠকের উদ্দেশ্য ও আলোচ্য বিষয়

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি ছিল শেয়ারবাজার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বিষয়ক।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল:

শেয়ারবাজারের সক্ষমতা বৃদ্ধি

বাজার উন্নয়নে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণা

মানবসম্পদ উন্নয়ন

বিআইসিএমের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে ইইউর অংশগ্রহণ

 উপস্থিত ছিলেন কারা?

ইইউ প্রতিনিধি দলে ছিলেন:

এনরিকো লরেঞ্জোন (টিম লিডার– ইনক্লুসিভ গভর্ন্যান্স)

মিরোস্লাভ স্ক্রিয়েচকা (অ্যাটাচি– প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, ম্যাক্রোইকোনমি ও পিএফএম)

কিশোয়ার আমীন (প্রোগ্রাম ম্যানেজার– ইনক্লুসিভ গভর্ন্যান্স)

বিআইসিএমের প্রতিনিধিদলে ছিলেন:

পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন

ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান

সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ

নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম


বৈঠকে ওয়াজিদ হাসান শাহ দেশের শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা তুলে ধরেন এবং বিআইসিএমের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

এ সময় ইইউ প্রতিনিধিরা বলেন, বিআইসিএমের এসব কার্যক্রমে তারা কীভাবে অংশগ্রহণ করে বাস্তবভিত্তিক অবদান রাখতে পারে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়নে বিআইসিএমের ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া তারা শেয়ারবাজার উন্নয়নে বিআইসিএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।