ঢাকা   বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

আর্থিক সক্ষমতা বাড়াতে মূলধন তুলবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ২২ জানুয়ারি ২০২৬

আর্থিক সক্ষমতা বাড়াতে মূলধন তুলবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ব্যাংকটি পরিশোধিত মূলধনের ৩২ শতাংশের সমপরিমাণ টিয়ার–১ মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যাংকটির মূলধনে প্রায় ৩৪৬ কোটি টাকা নতুন করে যুক্ত হবে।


ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য বিনিয়োগকারীদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ব্যাংকটির সূত্র মতে, ২১ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় টিয়ার–১ মূলধন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।


ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মূলধন পর্যাপ্ততা আরও জোরদার করা এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টিয়ার–১ মূলধন ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চমানের মূলধন স্তর, যা সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের প্রথম প্রতিরক্ষা বলয় হিসেবে কাজ করে।

বাজার বিশ্লেষকদের মতে, টিয়ার–১ মূলধন বৃদ্ধির ফলে এমটিবির মূলধন কাঠামো আরও সুসংহত হবে। এর মাধ্যমে ভবিষ্যতে—

ঋণ বিতরণ সক্ষমতা বাড়বে

ব্যবসা সম্প্রসারণ সহজ হবে

নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণ করা সহজ হবে

বিশ্লেষকরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সূচক উন্নয়নে এমটিবির নেওয়া পদক্ষেপের সঙ্গে টিয়ার–১ মূলধন বৃদ্ধি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকের স্থিতিশীলতা বাড়াবে। একই সঙ্গে এটি বিনিয়োগকারীদের আস্থা জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।