ঢাকা   বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২২ জানুয়ারি ২০২৬

মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি

সূচকের পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। তবে সামগ্রিক বাজারে মন্দাভাব থাকলেও লেনদেনের তালিকা বা মার্কেট মুভারে যুক্ত হয়েছে নতুন ছয়টি কোম্পানি।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ মার্কেট মুভারে নেতৃত্বে আসা কোম্পানিগুলো হলো—
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

 শীর্ষে ডমিনেজ স্টিল

নতুন ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। আজ ডিএসইতে কোম্পানিটির ১২ কোটি ০৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৪০ পয়সা বা ১.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ১০ পয়সায়। দিনজুড়ে শেয়ারটির দর ২৮ টাকা ৭০ পয়সা থেকে ২৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।

 দ্বিতীয় স্থানে ফাইন ফুডস

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ১০ লাখ ৭৭ হাজার টাকা। শেয়ারটির দর ৩০ পয়সা বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ টাকা ৭০ পয়সায়। দিনের মধ্যে দর ৪২৭ টাকা ২০ পয়সা থেকে ৪৩৪ টাকা ৫০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে।

 তৃতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। আজ কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ২.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৪০ পয়সায়। শেয়ারটির দর দিনের মধ্যে ৯১ টাকা ৬০ পয়সা থেকে ৯৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

 অন্য তিন কোম্পানির লেনদেন

মার্কেট মুভারে থাকা বাকি তিন কোম্পানির লেনদেনের চিত্র—

সেন্ট্রাল ইন্স্যুরেন্স – ৯ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকা

একমি পেস্টিসাইডস – ৭ কোটি ৬৮ লাখ ০৫ হাজার টাকা

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ – ৭ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকা


বাজার বিশ্লেষকদের মতে, সূচক ও সামগ্রিক লেনদেন কমলেও নির্বাচিত কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত রয়েছে। ফলে এসব কোম্পানি স্বল্প সময়ের মধ্যেই মার্কেট মুভারের তালিকায় উঠে এসেছে, যা বাজারে খাতভিত্তিক সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।