শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই–ডিসেম্বর ২০২৫) অর্থাৎ ছয় মাসে এডিএন টেলিকমের সমষ্টিগত ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৮ পয়সা।
এ ছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ০৮ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, ইপিএসে সাময়িক চাপ থাকলেও এনএভি শক্ত অবস্থানে রয়েছে। ফলে কোম্পানিটির ভবিষ্যৎ পারফরম্যান্স ও আয় প্রবণতা বিনিয়োগকারীদের নজরে থাকবে।
























