শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণে করায় কাশেম ইন্ডাস্ট্রিজকে ‘এ’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২১ জানুয়ারি) থেকেই কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করেছে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী সাত কর্মদিবসের জন্য কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণ সুবিধা প্রদান না করতে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই ও সিএসই।
























