ঢাকা   মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে স্বস্তির খবর দিল বিএসইসি

১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে স্বস্তির খবর দিল বিএসইসি

দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার (১৩ জানুয়ারি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের ৯৯২তম সভায় ১৪টি ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো:
কমার্স ব্যাংক সিকিউরিটিজ, ফার ইস্ট শেয়ারস, ইমতিয়াজ হোসাইন সিকিউরিটিজ, মন্ডল সিকিউরিটিজ, এমএএইচ সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ, শাকিল রিজভী স্টক, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, এনওয়াই ট্রেডিং, মিডওয়ে সিকিউরিটিজ, আল-হাজ্ব সিকিউরিটিজ, রূপালী ইনভেস্টমেন্ট, এবি ইনভেস্টমেন্ট, এলায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস।

বিএসইসির এই বিশেষ সুবিধার ফলে প্রতিষ্ঠানগুলো নেট সম্পদ ঘাটতি মেটাতে সাময়িক শিথিলতা পাবে, যার মাধ্যমে তারা আরও সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে।

৭৫ কোটি টাকার নতুন মিউচুয়াল ফান্ড অনুমোদন

বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর জন্য বিএসইসি অনুমোদন দিয়েছে তিনটি নতুন ক্লোজ-এন্ডেড মিউচুয়াল ফান্ডের:

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড – মোট আকার ২৫ কোটি টাকা, উদ্যোক্তা ২.৫ কোটি, বাকি ২২.৫ কোটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য।

মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড – মোট আকার ২৫ কোটি টাকা, উদ্যোক্তা ২.৫ কোটি, বাকি ২২.৫ কোটি বিনিয়োগকারীদের জন্য।

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড – ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত, মোট লক্ষ্য ২৫ কোটি টাকা, উদ্যোক্তা ২.৫ কোটি, বাকি ২২.৫ কোটি বিনিয়োগকারীদের জন্য।

প্রতিটি ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য (Face Value): ১০ টাকা।

বিএসইসি আশা করছে, নতুন ফান্ডগুলোর অনুমোদন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াবে এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করবে।