ঢাকা   বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

শেয়ারবাজারে ৫৭ কোম্পানি দিলো শুন্য ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫

শেয়ারবাজারে ৫৭ কোম্পানি দিলো শুন্য ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৭টি কোম্পানি এই অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা মূলত ব্যবসায় সংকট, লোকসান এবং আর্থিক দুরবস্থার কারণে হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং বাকিরা প্রধানত উৎপাদন খাতের। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২০০টি কোম্পানি তাদের বার্ষিক ফলাফল প্রকাশ করেছে।

বিশ্লেষণে দেখা গেছে, সরকারি মালিকানাধীন ১২টি কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বস্ত্র খাতের ৫৮ কোম্পানির মধ্যে ১৩টি, ইঞ্জিনিয়ারিং, ওষুধ, বিদ্যুৎ, খাদ্য, তথ্যপ্রযুক্তি ও কাগজ খাতের কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা থেকে বিরত আছে।

কোম্পানিগুলো মুনাফা না থাকায় বা নেতিবাচক সংরক্ষিত আয় থাকার কারণে ডিভিডেন্ড দিতে অক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারি পরবর্তী দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং উৎপাদন খরচ বৃদ্ধিই এর মূল কারণ।

সরকারি কোম্পানিগুলো এই তালিকার শীর্ষে রয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) টানা দুই বছর ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা ২০০৬ সালে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবার। এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইতিহাসে প্রথমবারের মতো ডিভিডেন্ড দিচ্ছে না, ২০২৫ অর্থবছরে ১,২১৪ কোটি টাকার লোকসান করেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশও টানা দ্বিতীয় বছর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড দিচ্ছে না।

বস্ত্র খাতের মধ্যে ম্যাকসন্স স্পিনিং মিলস সর্বোচ্চ ২২৪ কোটি টাকার লোকসান করেছে, আর বসুন্ধরা পেপার মিলসলুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড কাঁচামাল সংকট, ঋণ ও লোকসানের কারণে ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দেশের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জের কারণে কোম্পানিগুলোর আর্থিক অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।