ঢাকা   বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রাহায়ণ ১৪৩২

আইন লঙ্ঘনে ১৬ কোটি টাকা জরিমানা!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ৪ ডিসেম্বর ২০২৫

আইন লঙ্ঘনে ১৬ কোটি টাকা জরিমানা!

শেয়ারবাজারে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ কোটি ১০ লাখ টাকার বিপুল অঙ্কের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ সম্প্রতি চারটি আলাদা আদেশের মাধ্যমে এই শাস্তি আরোপ করে।

জরিমানার তালিকায় রয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার—যাকে এককভাবে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, তিন প্রতিষ্ঠানের মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ টাকা, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ টাকা এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিএসইসি জানায়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেনের আচরণ বিশ্লেষণ করে দেখা গেছে—তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ২২ এবং বিএসইসি আইন, ১৯৯৩ এর ধারা ১৮ লঙ্ঘন করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

আদেশে আরও বলা হয়েছে—৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার পুরো অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা।