ঢাকা   বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রাহায়ণ ১৪৩২

এপিএসসিএল বন্ডে ১০.৫০% কূপণ! বিনিয়োগকারীদের জন্য সুখবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৪ ডিসেম্বর ২০২৫

এপিএসসিএল বন্ডে ১০.৫০% কূপণ! বিনিয়োগকারীদের জন্য সুখবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল নন-কনভার্টেবল অ্যান্ড ফুলি কূপণ বেয়ারিং বন্ডের কূপণ রেট ঘোষণা করা হয়েছে। ৫ জুলাই ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৬ মাসের জন্য বিনিয়োগকারীরা বছরে ১০ দশমিক ৫০ শতাংশ হারে কূপণ সুবিধা পাবেন বলে জানিয়েছে বন্ডটির ট্রাস্টি। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কূপণ ঘোষণা আসার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্ডটির লেনদেনের ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার বা মূল্যসীমা থাকবে না বলে জানিয়েছে ডিএসই। অর্থাৎ বাজার চাহিদা অনুযায়ী বন্ডটির দর ওঠানামা করবে।

বিশ্লেষকদের মতে, উচ্চ কূপণ রেট আয়ভিত্তিক বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াতে পারে এ বন্ডে।