ঢাকা   বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রাহায়ণ ১৪৩২

৩৫ হাজার কোটি মূলধনের ব্যাংক, শেয়ারবাজারে ডিলিস্টিংয়ে জট

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৪ ডিসেম্বর ২০২৫

৩৫ হাজার কোটি মূলধনের ব্যাংক, শেয়ারবাজারে ডিলিস্টিংয়ে জট

পাঁচটি শরিয়াহ-ভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কার্যক্রম শুরু করেছে, তবে শেয়ারবাজার থেকে ওই পাঁচটি ব্যাংকের ডিলিস্টিং প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই অমীমাংসিত অবস্থার কারণে হাজার হাজার বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক আইনগতভাবে একক সত্তায় একীভূত হলেও, শেয়ার ডিলিস্টিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সমন্বয়হীনতার কারণে থমকে আছে। ডিএসই ও বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা বাতিলের প্রক্রিয়া শুরু করতে ইস্যুকারী সংস্থাগুলোর আবেদন প্রয়োজন, যা এখনও জমা পড়েনি।

নিয়ন্ত্রক সংস্থাগুলো এবং বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছেন, ডিলিস্টিংয়ের সিদ্ধান্ত নতুন সত্তার বোর্ডের উপর নির্ভর করবে। বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা। নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আইয়ুব নিয়োগপ্রাপ্ত এবং প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে।

বর্তমান শেয়ারবাজারের নিয়ম অনুসারে, সাধারণত ফ্রি-ফ্লোট শেয়ার ফেরত কেনার মাধ্যমে তালিকা বাতিল করা হয়। তবে পাঁচটি ব্যাংকের ভিন্ন শেয়ারহোল্ডিং কাঠামো এবং বিনিয়োগকারীর মালিকানা ভিন্ন হওয়ায় একীভূত ডিলিস্টিং কৌশল প্রয়োগ করা চ্যালেঞ্জিং। এই জটিলতার কারণে বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন কবে বাজার থেকে শেয়ার অপসারণ হবে।