ঢাকা   বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন মার্কেট মুভার: ৪ কোম্পানি শীর্ষে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ৪ ডিসেম্বর ২০২৫

নতুন মার্কেট মুভার: ৪ কোম্পানি শীর্ষে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পরিমাণ কম থাকলেও ডিএসইর লেনদেন তালিকায় নতুন চারটি কোম্পানি ‘মার্কেট মুভার’ হিসেবে উঠেছে। এই কোম্পানিগুলো হলো—বিডি থাই ফুডস, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ফাইন ফুডস।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি থাই ফুডসে, যার শেয়ার লেনদেন দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকায়। কোম্পানিটির শেয়ারদর শেষ হয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়।

শাহজীবাজার পাওয়ার কোম্পানি ছিল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনকারী—১২ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকার লেনদেনের সঙ্গে শেয়ারদর দাঁড়িয়েছে ৪৮ টাকায়। তৃতীয় অবস্থানে সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ১০ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা, শেয়ারদর ৩৮ টাকা ২০ পয়সায়।

চতুর্থ স্থানে ফাইন ফুডস, যার শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকায় এবং সর্বশেষ শেয়ারদর দাঁড়িয়েছে ৩২৫ টাকা ৮০ পয়সায়। বিশ্লেষকদের মতে, এই নতুন মার্কেট মুভার কোম্পানিগুলো বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ ও কার্যক্রমের দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।