সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ পয়সা, যা ১৯ শতাংশ পতনের সমান—এদিনের সর্বোচ্চ ধস।
তথ্য অনুযায়ী, দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারদর নেমেছে ১৬ পয়সা বা ১৭.৭৮%।
তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড–এর শেয়ারদর কমেছে ১৫ পয়সা বা ১৫%।
ডিএসইতে শীর্ষ ১০ দর–পতনকারী তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—
-
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স: ১০%
-
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস: ১০%
-
জিএসপি ফাইন্যান্স (বাংলাদেশ): ৯.৫২%
-
নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার: ৯.০৯%
-
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ: ৮.৬১%
-
ইউনিয়ন ক্যাপিটাল: ৮.৫৭%
-
প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি: ৮.০৮%
দিনজুড়ে বাজারে নেতিবাচক প্রবণতা বিরাজ করায় এই শেয়ারগুলোতে বড় ধস দেখা যায়।
























