ঢাকা   মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ১ ডিসেম্বর ২০২৫

টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডের সর্বশেষ ক্রেডিট রেটিং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, কোম্পানিটির রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)

নতুন রেটিং অনুযায়ী, টেকনো ড্রাগসের দীর্ঘমেয়াদী রেটিং ‘BBB’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘ST-3’ হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতেই এই মূল্যায়ন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রেটিং কোম্পানিটির আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার বর্তমান অবস্থার প্রতিচ্ছবি, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।