ঢাকা   মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

এমটিবি পার্পেচ্যুয়াল বন্ডে ১০% কূপণ রেট ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১ ডিসেম্বর ২০২৫

এমটিবি পার্পেচ্যুয়াল বন্ডে ১০% কূপণ রেট ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তাদের পার্পেচ্যুয়াল বন্ডের নতুন কূপণ রেট ঘোষণা করেছে। ট্রাস্টি কর্তৃপক্ষ জানায়, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জুন ২০২৬—এই ছয় মাসের জন্য বিনিয়োগকারীরা বন্ডে বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ সুবিধা পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কূপণ রেট ঘোষণার প্রভাব বাজারে দ্রুতই পড়তে পারে। কারণ, ঘোষণা উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা (সার্কিট ব্রেকার) কার্যকর থাকবে না। ফলে দাম বাড়া–কমার ক্ষেত্রে বাজার থাকবে সম্পূর্ণ উন্মুক্ত।

বিনিয়োগকারীদের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।