ঢাকা   বুধবার ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রাহায়ণ ১৪৩২

সোনালী আঁশের শক্তিশালী ডিভিডেন্ড—ইপিএস তিন গুণ বেড়ে বিনিয়োগকারীদের চমক!

সোনালী আঁশের শক্তিশালী ডিভিডেন্ড—ইপিএস তিন গুণ বেড়ে বিনিয়োগকারীদের চমক!

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশ তাদের ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি জানায়, চলতি মেয়াদে তারা শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৭৯ পয়সায়—যা আগের বছরের ৩ টাকা ২৩ পয়সার তুলনায় প্রায় তিন গুণ বেশি। শক্তিশালী মুনাফার এই প্রবৃদ্ধি কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। একইসঙ্গে, ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮১ পয়সা।

আর্থিক বিবরণী অনুমোদনের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএম-এ অংশগ্রহণের জন্য ১০ ডিসেম্বরকে রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির ধারাবাহিক আর্থিক উন্নতি ও ঘোষিত ডিভিডেন্ড বাজারে সোনালী আঁশের শেয়ারের প্রতি আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।