রেকর্ড ডেটের কারণে একদিন বিরতির পর বুধবার (১৯ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি আবারও লেনদেনে ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, মঙ্গলবার এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহসহ এদিন বাজারে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হয়।
লেনদেনে ফেরা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—আফতাব অটো, খুলনা পাওয়ার, আইসিবি ইসলামী ব্যাংক, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, জাহিন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, রহিমা ফুড, ইউনিক হোটেল, নাভানা সিএনজি, নাহি অ্যালুমিনিয়াম, ফাইন ফুডস, দেশ গার্মেন্টস, বাটা সু এবং একমি ল্যাবরেটরিজ।
মঙ্গলবার রেকর্ড ডেট থাকায় লেনদেন বন্ধ থাকলেও এদিন যেসব বিনিয়োগকারী কোম্পানিগুলোর শেয়ার ধরে রেখেছিলেন, তারা সংশ্লিষ্ট কোম্পানির ঘোষিত ২০২৪–২৫ অর্থবছরের ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। রেকর্ড ডেট পরবর্তী লেনদেনে ফেরায় বাজারে কিছুটা গতি ফিরে এসেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
























