ঢাকা   বুধবার ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রাহায়ণ ১৪৩২

সিটি ব্যাংকে প্রয়াত স্পনসরের বোনাস শেয়ার হস্তান্তর শুরু

সিটি ব্যাংকে প্রয়াত স্পনসরের বোনাস শেয়ার হস্তান্তর শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শীর্ষ প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি তাদের প্রয়াত স্পনসর দীন মোহাম্মদের নামে থাকা বোনাস শেয়ারের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানির নোটিশে এ তথ্য নিশ্চিত হয়েছে।

ব্যাংক জানিয়েছে, দীন মোহাম্মদের মৃত্যুর পর তার বোনাস শেয়ার আইনসঙ্গত উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের প্রক্রিয়া চলছে। চারজন উত্তরাধিকারীর মধ্যে কন্যা মেহরুন হক ইতোমধ্যে তার অংশের শেয়ার হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। ডিএসই–তে ২৬ অক্টোবর প্রকাশিত নোটিশ অনুযায়ী, আদালত প্রদত্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী মেহরুন হক ২০২৪ সালের স্টক ডিভিডেন্ড হিসেবে মোট ১৭,৫৮,০১৪টি শেয়ার পাওয়ার যোগ্য।

সিটি ব্যাংক জানিয়েছে, স্পনসরের মৃত্যুর পর শেয়ার হস্তান্তর প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা ব্যাংকের দায়িত্বের অংশ। এতে শেয়ারহোল্ডিং স্ট্রাকচার স্বচ্ছ থাকে এবং পুঁজিবাজারে বিভ্রান্তি বা অনিয়মের সুযোগ কমে। বিশেষ করে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এসব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সহায়তা করে।

প্রয়োজনীয় যাচাই–বাছাই ও ডিএসই নির্দেশনা অনুসরণ করে বাকি উত্তরাধিকারীদের শেয়ার বণ্টনের উদ্যোগও পর্যায়ক্রমে নেওয়া হবে। সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিষয়টি স্টক এক্সচেঞ্জকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।