ঢাকা   সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

আফতাব অটো শেয়ারহোল্ডারদের হাতে পৌঁছে গেল ঘোষিত ডিভিডেন্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ১৭ নভেম্বর ২০২৫

আফতাব অটো শেয়ারহোল্ডারদের হাতে পৌঁছে গেল ঘোষিত ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটো ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করেছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন লাভ করে। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পৌঁছানোয় বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি আস্থা আরও এক ধাপ বাড়বে বলে মনে করছেন।