শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের আইপিও তহবিল ব্যয়ের লক্ষ্য পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আগামী ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সভায় কোম্পানির ভবিষ্যৎ কাঠামো, বিনিয়োগ পরিকল্পনা এবং আইনি সংশোধনীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।
প্রস্তাবনায় রয়েছে কোম্পানির নাম পরিবর্তন করে “সিলভা ফার্মাসিউটিক্যালস পিএলসি” রাখা এবং কোম্পানি আইন অনুযায়ী প্রবন্ধ ও স্মারকলিপির সংশোধন। বিশেষভাবে পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বর্তমানে ৫–৭ জন থেকে কমিয়ে ৩–৫ জন করার প্রস্তাব আনা হয়েছে।
আইপিও থেকে উত্তোলিত অর্থের ব্যবহারেও বড় ধরনের পরিবর্তন আনছে কোম্পানিটি। উন্নত প্রযুক্তিনির্ভর ইইউ-জিএমপি ও সিজিএমপি মান বজায় রেখে নতুন কারখানা নির্মাণের জন্য আগের নকশা ও ডিজাইনে সংশোধন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী মোট ৯০ কোটি ৩৩ লাখ টাকার সংশোধিত ব্যয় কাঠামো অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৭৪ কোটি ২৪ লাখ টাকা সিভিল কনস্ট্রাকশনে, ৫ কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটালে এবং প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ব্যয় হবে।
আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড (ফিজিক্যাল + ডিজিটাল) পদ্ধতিতে ইজিএম অনুষ্ঠিত হবে। একই দিনই নির্ধারণ করা হয়েছে রেকর্ড তারিখ। নতুন পরিবর্তনগুলো কোম্পানির কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ এখন তুঙ্গে।
























