সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ নভেম্বর) লেনদেনের শুরুতেই চাপের মুখে পড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও প্রধান সূচকগুলোর পতন লেনদেনে অনিশ্চয়তা তৈরি করেছে।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টা—বেলা ১১টা পর্যন্ত—ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫০.৯২ পয়েন্ট, নেমে এসেছে ৪,৬৫১ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ১২.৫২ পয়েন্ট, দাঁড়িয়েছে ৯৬৪.৪৩ পয়েন্টে, আর ডিএস–৩০ সূচক হারিয়েছে ১৮.৫৮ পয়েন্ট, অবস্থান করেছে ১,৮৩২ পয়েন্টে।
এই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৩ কোটি ২৯ লাখ টাকা। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৩৪টির কমেছে, আর ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
























