ঢাকা   রোববার ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রাহায়ণ ১৪৩২

বিদেশিদের বিক্রির চাপ—৩৪ কোম্পানিতে শেয়ার কমেছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ১৬ নভেম্বর ২০২৫

বিদেশিদের বিক্রির চাপ—৩৪ কোম্পানিতে শেয়ার কমেছে

দেশের শেয়ারবাজারে গত অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের ব্যাপক নেট বিক্রি বাজারে স্পষ্ট চাপ তৈরি করেছে। ওই মাসে বাজার থেকে তারা বিক্রি করেছেন অন্তত ১৬৯ কোটি টাকার শেয়ার, বিপরীতে কিনেছেন মাত্র সোয়া দুই কোটি টাকার। মোট লেনদেনের তুলনায় এ পরিমাণ মাত্র দেড় শতাংশ হলেও ধারাবাহিক বিদেশি বিক্রির ধারা বাজারে নেতিবাচক মনোভাবকে আরও তীব্র করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির হালনাগাদ শেয়ার ধারণ তথ্য বিশ্লেষণে দেখা যায়—৩৪ কোম্পানিতে বিদেশিদের শেয়ার কমেছে, যার বাজারমূল্য প্রায় ১৬৯ কোটি টাকা। বিপরীতে মাত্র ১৩ কোম্পানিতে তাদের শেয়ার বেড়েছে, যার পরিমাণ সোয়া দুই কোটি টাকার সামান্য বেশি।

অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ হাজার ১৯ কোটি টাকা। এ সময় ৩৬০ কোম্পানির মধ্যে ৩০৩টির দর কমে যায়, আর মাত্র ৫০টির দর বাড়ে। এর সরাসরি প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৯৩ পয়েন্ট। নভেম্বরেও সূচক পতনের এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বিদেশিরা সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে—কমেছে ২৪ লাখ ৮২ হাজার শেয়ার, মূল্য প্রায় ৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হয়েছে এমজেএল বাংলাদেশে, প্রায় ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। তৃতীয় সর্বোচ্চ বিক্রি সিটি ব্যাংক, যার মূল্য সোয়া ১২ কোটি টাকা (৫০ লাখ ২০ হাজার শেয়ার)।

এ ছাড়া বিদেশিদের অ্যাকাউন্ট থেকে উল্লেখযোগ্য বিক্রি হয়েছে—

  • ব্র্যাক ব্যাংক: প্রায় ১১ কোটি টাকা

  • প্রাইম ব্যাংক: সোয়া ১০ কোটি টাকা

  • বাংলাদেশ শিপিং করপোরেশন: সোয়া ১০ কোটি টাকা

  • আইডিএলসি ফাইন্যান্স: প্রায় ১০ কোটি টাকা

  • মারিকো বাংলাদেশ: প্রায় ১০ কোটি টাকা

  • গ্রামীণফোন: সাড়ে ৭ কোটি টাকা

  • বার্জার পেইন্টস: সোয়া ৬ কোটি টাকা

  • ডিবিএইচ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম, বিএসআরএম স্টিলসহ আরও কয়েকটি কোম্পানি থেকেও কোটি টাকার বেশি শেয়ার বিক্রি হয়েছে।

এক কোটির ওপরে শেয়ার বিক্রির তালিকায় রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম লিমিটেড, লিন্ডে বিডি এবং উত্তরা ব্যাংকও। বাজারসংশ্লিষ্টদের মতে, বিদেশিদের ধারাবাহিক শেয়ার বিক্রি বাজারের তারল্য হ্রাসের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করছে—যা চলমান দরপতনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।