ঢাকা   মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মার্জিন ঋণ নীতিমালায় আপত্তি: ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের জরুরি আলোচনার দাবি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ২৬ আগস্ট ২০২৫

মার্জিন ঋণ নীতিমালায় আপত্তি: ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের জরুরি আলোচনার দাবি

মার্জিন ঋণের খসড়া নীতিমালা নিয়ে বাজারের অংশীজনদের মধ্যে বাড়ছে অসন্তোষ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সঙ্গে সরাসরি বৈঠকে বসে নিজেদের উদ্বেগ জানাতে চান ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অনুষ্ঠিত ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকার নীতিমালার বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানান। তাদের মতে, খসড়ায় কিছু কঠোর প্রস্তাব রাখা হয়েছে যা কার্যকর হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার প্রয়োজন।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, “আমরা মার্জিন নীতিমালা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাই। তবে খসড়ায় কিছু বিধান আছে, যা আলোচনার মাধ্যমে সংশোধন না করলে বাস্তবায়ন জটিল হয়ে পড়বে।” তিনি জানান, ব্রোকারদের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকাররাও আলোচনার পক্ষে রয়েছেন।

ব্রোকারদের মূল আপত্তি

ফোর্সড সেল সময়সীমা: খসড়ায় বলা হয়েছে, ‘এ’ ক্যাটাগরির কোনো শেয়ার নন-কমপ্লায়েন্সে ‘বি’ বা ‘জেড’ ক্যাটাগরিতে নামলে তা ৫ দিনের মধ্যে বিক্রি করতে হবে। ব্রোকারদের মতে, এত অল্প সময়ে বিক্রি করা অবাস্তব এবং বাজারে চাপ তৈরি করবে।

অবসরপ্রাপ্ত বিনিয়োগকারীদের অযোগ্য ঘোষণা: খসড়ায় অবসরপ্রাপ্তদের মার্জিন ঋণ অযোগ্য করা হয়েছে। ব্রোকারদের মতে, এ শর্ত শিথিল করা দরকার।
বিনিয়োগের ন্যূনতম সীমা: বর্তমানে ৫ লাখ টাকা বিনিয়োগ থাকলেই মার্জিন ঋণ পাওয়া যাবে। কিন্তু ব্রোকারদের দাবি, এ সীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করা উচিত।

কমিশনের অবস্থান

সম্প্রতি বিএসইসি “মার্জিন বিধিমালা (রহিত), ২০২৫”-এর খসড়া প্রকাশ করেছে। কমিশনের ভাষ্য, ঝুঁকি কমাতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই সীমিত আয়ের শ্রেণির বিনিয়োগকারীদের জন্য ঋণ সুবিধায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বাজারের অংশীজনদের মতামত দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, নতুন মার্জিন নীতিমালাকে কেন্দ্র করে বাজারে তৈরি হয়েছে ভিন্নমত। এখন বাজারের দৃষ্টি বিএসইসি ও ব্রোকার-ডিলারদের আসন্ন আলোচনার দিকে।