ঢাকা   সোমবার ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজার হাফ সেঞ্চুরি স্পর্শ করে পুনরায় যাত্রার পথে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১১ আগস্ট ২০২৫

শেয়ারবাজার হাফ সেঞ্চুরি স্পর্শ করে পুনরায় যাত্রার পথে

গত পাঁচ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে কিছুটা পতন হলেও বাজারের সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক সংকেত দিচ্ছে। সূচক সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়ে যাওয়ার পর যে পরিমাণ সাময়িক সংশোধন হয়েছে, তা বিশ্লেষকরা স্বাভাবিক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।

আজ সোমবার সূচক কিছুটা কমলেও দিনের প্রথম ভাগে ৪৮ পয়েন্টের বেশি উত্থান ছিল, যা বাজারে ফিরে আসা স্বস্তির প্রতিফলন। এছাড়া গত কয়েকদিনের টানা উত্থানের পর লেনদেনে কিছুটা কমতি আসলেও তা বাজারে সামগ্রিক সঠিক মূল্য নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।


বাজার বিশ্লেষকরা মনে করছেন, হাফ সেঞ্চুরি স্পর্শের পর সূচকে সাময়িক সংশোধন একেবারেই স্বাভাবিক। এমন ওঠা-নামা শেয়ারবাজারের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য ভিত্তি গড়ে দেয়। হাফ সেঞ্চুরি স্পর্শ করে পুনঃযাত্রার প্রস্তুতিতে রয়েছে শেয়ারবাজার। সাময়িক পতনের পর ধীরে ধীরে ফিরে আসা স্থিতিশীলতা ভবিষ্যতে বাজারের সুস্থ উন্নয়নের জন্য পথ প্রশস্ত করবে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ (১১ আগস্ট) রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৪.০৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২.০৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭.০২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২১টির দর বেড়েছে, ২০১টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।


ডিএসইতে আজ মোট ৬১০কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪৯ কোটি ৭৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫.৭৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭১.৪৬ পয়েন্ট কমেছিল।