ঢাকা   সোমবার ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পতনের মাঝেও তিন শেয়ারে বড় টান

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১১ আগস্ট ২০২৫

পতনের মাঝেও তিন শেয়ারে বড় টান

 গত চার দিনের পতনের পর আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে সামান্য কমেছে। তারপরও বাজারে কিছু ইতিবাচক সঙ্কেত লক্ষ্য করা গেছে। যেমন লেনদেনের শুরুতে ডিএসইর সূচক ৪৮ পয়েন্টের বেশি উঠেছিল। তারপর মুনাফা তোলার কিছু চাপে আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি বাজার পুনরুজ্জীবনের ইঙ্গিত। বাজার হয়তো এখান থেকেই ঘুরে দাঁড়াবে।

টানা পতনের মধ্যে আজ ‘জেড’ ক্যাটাগরির তিন কোম্পানির শেয়ার ঝলক দেখিয়েছে। কোম্পানি তিনটি হলো- মিথুন নিটিং, তাল্লু স্পিনিং এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। শেয়ারগুলো আজ দিনের সর্বোচ্চ মূল্য স্পর্শ করে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।

কোম্পানিগুলোর মধ্যে আজ মিথুন নিটিংয়ের দাম বেড়েছে ১০ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৯৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ।

কোম্পানি তিনটির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাল্লু স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার আজ লেনদেনে হয়েছে ৬ লাখ ৯৫ হাজারের বেশি। তবে মিথুন নিটিং ও ফার্স্ট ফাইন্যান্সের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর হাঁকালেও লেনদেন ছিল তলানিতে। এরমধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ১৭ হাজার ২০০টি এবং মিথুন নিটিংয়ের ১ লাখ ৫৫ হাজার ৮৯৩টি।

কোম্পানি তিনটির মধ্যে ফার্স্ট ফাইন্যান্স ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে আর কোন ডিভিডেন্ড দেয়নি। অন্যদিকে, মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং গত ৫ বছরের বেশি সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি।