
শেয়ারবাজারের অস্থিরতা ও পতনের কারণে ২০২৪-২৫ অর্থবছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এর ফলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় থাকা আটটি ক্লোজড-এন্ড ফান্ড তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। আগের অর্থবছরেও এই ফান্ডগুলো কোনো ডিভিডেন্ড দেয়নি বলে জানা গেছে।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদা আক্তার বলেন, শেয়ারবাজারের ক্রমাগত পতনের কারণে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির বিপরীতে প্রভিশনিংয়ের কারণে লোকসান হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিটহোল্ডারদের স্বার্থে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে পোর্টফোলিওর ক্ষতি বাবদ কম প্রভিশনিং করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু এখনো কোনো সাড়া পাইনি। ফলে, বিদ্যমান নিয়ম অনুযায়ী আমাদের পূর্ণ প্রভিশনিং করতে হয়েছে।
তবে তিনি আশাবাদী, যেহেতু অর্থবছরের শেষে বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে এবং পোর্টফোলিওর মূল্য ২০-২৫% বৃদ্ধি পেয়েছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে ফান্ডগুলো ভালো মুনাফা অর্জন করতে পারবে এবং ডিভিডেন্ডও ঘোষণা করা সম্ভব হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৩৪০ পয়েন্ট, যা অর্থবছর শেষে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে নেমে আসে। তবে জুলাই মাস থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত ডিএসইএক্স সূচক প্রায় ৫৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৮ পয়েন্টে পৌঁছেছে।
বর্তমানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ১৫টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি ক্লোজড-এন্ড এবং ৫টি ওপেন-এন্ড ফান্ড। এর মধ্যে আটটি ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যাদের মোট তহবিলের আকার ৬৮৫ কোটি টাকা। প্রকাশিত আটটি ফান্ডের মধ্যে সাতটি লোকসান করেছে, তবে তাদের লোকসানের পরিমাণ আগের বছরের তুলনায় অনেক কম। শুধু একটি ফান্ড লাভ করতে সক্ষম হয়েছে, যেটি আগের বছর লোকসানে ছিল।
লোকসান এবং ডিভিডেন্ড ঘোষণা না করার কারণে গতকাল ডিএসইতে এই আটটি ফান্ডের ইউনিটের দাম ১.৯৬ শতাংশ থেকে ৭.৮৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
প্রাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক এমএফ নামের একটি ফান্ড, যার তহবিলের আকার ১০০ কোটি টাকা, আগের বছরের ১ টাকা ৬৯ পয়সা লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২৫ অর্থবছরে ইউনিট প্রতি ৩৬ পয়সা লাভ করেছে।