ঢাকা   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

উত্থানের পর এবার চাপের মুখে ব্যাংক খাত

উত্থানের পর এবার চাপের মুখে ব্যাংক খাত

দীর্ঘদিন ঘুমিয়ে থাকা ব্যাংক খাতের শেয়ারগুলো সম্প্রতি শক্তিশালী উত্থানের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টিতে আসতে শুরু করেছিল। জুলাই মাসজুড়ে এই খাতের কিছু শেয়ারে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দরবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের শেয়ারে ছিল নজরকাড়া পারফরম্যান্স।

তবে আজ সোমবার (৩০ জুলাই) বাজারে দেখা গেলো ভিন্ন চিত্র। ব্যাংক খাতে আগ্রহ হারিয়ে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার পথে হাঁটায় এ খাতের বেশিরভাগ শেয়ার বড় দরপতনের শিকার হয়েছে। আজ ডিএসইতে পতনের শীর্ষ তালিকায় অবস্থান নেওয়া ১০টি কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ব্যাংক খাতের। যেগুলোর মধ্যে রয়েছে-ট্রাস্ট ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ওয়ান ব্যাংক।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ট্রাস্ট ব্যাংকের ৮.৯৭ শতাংশ। এরপর সাউথবাংলা ব্যাংকের ৫.৪৯ শতাংশ, ইউসিবির ৫.১৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.০৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪.৮৭ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৭১ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ৪.৪৪ ৪.৭১ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহে ব্যাংক খাতভুক্ত শেয়ারে ব্যাপক দরবৃদ্ধির ফলে এখন অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন। শেয়ারবাজারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীরা যখন দেখেন দর অনেক বেড়েছে, তখন অনেকে লাভ নিশ্চিত করতে বিক্রির দিকে ঝুঁকেন।

আরও একটি কারণ হিসেবে তারা বলছেন, সাম্প্রতিক সময়ে মার্কিন পাল্টা শুল্কের আশঙ্কা দূর হওয়ায় অন্যন্য খাতের শেয়ারে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ব্যাংক খাতে বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেড়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান দরপতনকে “স্বল্পমেয়াদী মুনাফা উত্তোলনের ফল” হিসেবে দেখা উচিত। তারা আশাবাদী, দেশের সামষ্টিক অর্থনীতি ও ব্যাংক খাতের ভিত্তি যদি আরও মজবুত হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে দীর্ঘমেয়াদে ব্যাংক শেয়ার আবারও বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। তবে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের সাবধানতা ও বাজার পর্যবেক্ষণের ওপরই নির্ভর করবে ব্যাংক খাতের ভবিষ্যৎ গতিপথ।