ঢাকা   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

জুলাইয়ে নজরকাড়া উত্থান: শেয়ারবাজারে চমকে দিয়েছে ১৬ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২ আগস্ট ২০২৫

সর্বশেষ

জুলাইয়ে নজরকাড়া উত্থান: শেয়ারবাজারে চমকে দিয়েছে ১৬ কোম্পানি

 জুলাই মাস ছিল দেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রত্যাশা জাগানো এক সময়কাল। দীর্ঘ সময় পর বাজারে দেখা গেল সুস্পষ্ট ঊর্ধ্বমুখিতা, যা বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহকে করেছে আরও দৃঢ়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক মাসের শুরুতে যেখানে ছিল ৪ হাজার ৪৩৮ পয়েন্ট, মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার৪৪৩ পয়েন্টে—অর্থাৎ সূচক বেড়েছে ৬০৫ পয়েন্ট বা প্রায় ১৩.৬৩ শতাংশ।

এই উত্থান শুধু সূচকেই নয়, প্রতিফলিত হয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের দামেও। জুলাই মাস শেষে ডিএসইর ৩২৩টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, যা মোট তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিশাল একটি অংশ। বিপরীতে মাত্র ৪৫টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ২৩টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত থেকেছে।

বিশেষ করে উল্লেখযোগ্য হলো, ১৬টি কোম্পানির শেয়ারে এক মাসে ৩০ শতাংশের বেশি মুনাফা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য অর্জন। এর মধ্যে আবার তিনটি কোম্পানির শেয়ারদাম বেড়েছে ৬০ শতাংশের বেশি, যা বাজারে আস্থা ও বিনিয়োগের সাফল্যের স্পষ্ট নিদর্শন।

আলোচ্য মাসে ডিএসইতে ৩০ শতাংশের বেশি দাম বেড়েছে ১৬টি প্রতিষ্ঠানের, ২০ শতাংশের বেশি দাম বেড়েছে আরও ৩২টি প্রতিষ্ঠানের এবং ১০ শতাংশের বেশি দাম বেড়েছে আরও ১৪০টি প্রতিষ্ঠানের।

জুলাই মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছে তিন প্রতিষ্ঠানের। যেগুলোর দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি। কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের দাম বেড়েছে ৭৯.১২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৬৯.৩১ শতাংশ এবং অ্যাপেক্স স্পিনিংয়ের ৫৯.৫৩ শতাংশ।

এরপর আইডিএলসির দাম বেড়েছে ৪৭.২২ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪৩.৯৬ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩৮.০৯ শতাংশ,সাউথইস্ট ব্যাংকের ৩৬.৯৯ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৩২.৭৭ শতাংশ, এনসিসি ব্যাংকের ৩২.৬৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩২.৫৮ শতাংশ, জিকিউ বল পেনের ৩২.৪৩ শতাংশ, কেএন্ডকিউ’র ৩২.২০ শতাংশ, সিটি ব্যাংকের ৩১.৬৩ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩০.৯৫ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৩০.৮৮ শতাংশ এবং সমতা লেদারের ৩০.৮০ শতাংশ।

 

সর্বশেষ