ঢাকা   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে কড়া তেজ, চার শেয়ার কেনার চাহিদা সর্বোচ্চ

শেয়ারবাজারে কড়া তেজ, চার শেয়ার কেনার চাহিদা সর্বোচ্চ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতায়  লেনদেন শুরু হয়। বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) প্রধান সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে উঠে এসেছে।

এ সময়ে ২৫৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ৬৪টির ও অপরিবর্তীত রয়েছে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর।

 এ সময়ে চার কোম্পানির শেয়ার কেনার চাহিদা ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে ১৯ টাকা ১০ পয়সায়, ফাস ফাইন্যান্সের শেয়ার দর ৩০ পয়সা বেড়ে ৩ টাকা ৭০ পয়সায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৬০ পয়সা বেড়ে ২৮ টাকা ৯০ পয়সায় ও সাউথইস্ট ব্যাংকের দর ৯০ পয়সা বেড়ে ১০ টাকায় হল্টেড হয়েছে।