
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৩৮ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৯ পয়সা।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৮ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯১ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৭২ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২০ টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ২ পয়সা।
১৬ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির এক উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক রুমী এ হোসেনের কাছে থাকা ১৬ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার মূল্যে ডিএসইর মাধ্যমে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করেছেন এই উদ্যোক্তা।
এর আগে গত ২৮ জুলাই শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি।
বিএসইসির কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ সাইফুদ্দিন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন কমিশনার হিসেবে মোঃ সাইফুদ্দিন সিএফএ আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (প্রজ্ঞাপন নং- ৫৩.০০.০০০০.৪২১.১১.০০১.১৮-৭৬) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুসারে তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।
বিএসইসির কমিশন সভা কক্ষে এক অনুষ্ঠানে নতুন কমিশনার মোঃ সাইফুদ্দিন সিএফএ-কে ফুলেল শুভেচ্ছা জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় কমিশনের অন্যান্য কমিশনার এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তার স্বাগত বক্তব্যে নবাগত কমিশনারের শেয়ারবাজার সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং বিএসইসি ও শেয়ারবাজারে তার ইতিবাচক অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
কমিশনার মোঃ সাইফুদ্দিন সিএফএ কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি শেয়ারবাজার ও বাজার কাঠামোতে গঠনমূলক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অংশীজনকে নিয়ে পেশাদারিত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। পাশাপাশি বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পরিচিতিপর্ব শেষে উপস্থিত সবাই নবাগত কমিশনারকে স্বাগত জানান।
মোঃ সাইফুদ্দিন সিএফএ দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে পরিচিত। তিনি ২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্স-এ কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সাল থেকে আইডিএলসি সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সদস্য।
সাউথইস্ট ব্যাংকের এমডি’র পদত্যাগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই, ২০২৫ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে চলতি বছরের ৪ মে ব্যাংকের পরিচালনা পর্ষদ নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠায়, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর রয়েছে। তার অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৩ সালের ৫ এপ্রিল নুরুদ্দিন মো. ছাদেক হোসেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই পদে যোগদানের আগে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার লেনদেনে ফিরবে ৩ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়াররোববার (৩ আগস্ট) লেনদেনে ফিরবে। যেগুলোর রেকর্ড ডেট এর কারনে আজ লেনদেন বন্ধ আছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স।
রেকর্ড ডেট এর কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ আছে। এদিন যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৪ সালের ব্যবসায় ঘোষিত ডিভিডেন্ড পাবে।
৩১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ২ কোটি ১৩ লাখ ৯৩ হাজার টাকার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ ৮৯হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৩ লাখ ৮৬হাজার টাকার।
৩৮ কোটি ৩৭ লাখ ৯৫হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি।
৩১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল মূলত ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো। দিনের শীর্ষ দশ কোম্পানির তালিকা নিচে দেওয়া হলো।
তথ্য অনুযায়ী, এদিন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর ৯.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮.৮২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর ৮.০৫ শতাংশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি-এর ৭.৪৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ৬.২৫ শতাংশ, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬.১৯ শতাংশ এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর ৬.১৭ শতাংশ দর বেড়েছে।
৩১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
তথ্য অনুযায়ী, এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর ৫০ পয়সা বা ৫.৩৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু কোম্পানি লিমিটেডের ৫.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.৯৮ শতাংশ, এনআরবি ব্যাংক পিএলসি-এর ৪.৮১ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৪.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.৪৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্স লিমিটেডের দর ৪.১৭ শতাংশ কমেছে।