
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড-এর বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি প্রমাণিত হওয়ায় কোম্পানির সাবেক উদ্যোক্তা, পরিচালক, শীর্ষ কর্মকর্তাসহ মোট ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এছাড়া, এই জালিয়াতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের জন্য বিষয়টি পাঠানো হয়েছে।
কী ঘটেছিল?
রিং শাইন টেক্সটাইলস ১০ টাকা মূল্যে ২৭ কোটি ৫১ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২৭৫ কোটি টাকা মূলধন বৃদ্ধি করে, যার ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়ায় ৯.৯৫ কোটি টাকা থেকে ২৮৫.০৫ কোটি টাকায়। তবে তদন্তে উঠে এসেছে—এই মূলধন বাড়ানোর ক্ষেত্রে প্রাইভেট প্লেসমেন্টে অর্থ জমা না দিয়ে অথবা আংশিক জমা দিয়ে শেয়ার বরাদ্দ নেওয়া হয়, যা একটি সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি।
তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত:
কমিশনের অনুসন্ধানে উঠে আসে, রিং শাইনের তৎকালীন:
* উদ্যোক্তা
* পরিচালনা পর্ষদের সদস্য
* ব্যবস্থাপনা পরিচালক (MD)
* নির্বাহী পরিচালক (ED)
* সিএফও (Chief Financial Officer)
* কোম্পানি সচিব
* ভারতীয় নাগরিকসহ বাইরের কয়েকজন
এদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভুয়া শেয়ার বরাদ্দের প্রমাণ মেলে।
বিএসইসির নেওয়া বড় সিদ্ধান্তগুলো:
১. ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা:
কোম্পানির সাবেক কর্মকর্তাসহ মূলহোতা আব্দুল কাদের ফারুক ও সহযোগী অশোক কুমার চিরিমারসহ ১৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
2. দুদকে তদন্ত চাওয়া:
আইপিও প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
3. নিরীক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা:
২০১৫-২০২০ পর্যন্ত পাঁচ বছরের **মিথ্যা আর্থিক প্রতিবেদন অনুমোদনের অভিযোগে** চারটি নিরীক্ষক প্রতিষ্ঠান ও তাদের অংশীদারদের বিরুদ্ধে **ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (FRC)** অভিযোগ দায়ের করা হচ্ছে।
4. অবৈধ প্লেসমেন্টহোল্ডারদের বিরুদ্ধেও ব্যবস্থা:
যেসব বহিরাগত ব্যক্তি টাকা না দিয়ে বা আংশিক দিয়ে শেয়ার গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধেও অভিযোগ পাঠানো হয়েছে দুদকে।
কমিশনের বক্তব্য
১৪ জুলাই সোমবার বিএসইসির মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১ জুলাই বিএসইসির ৯৬১তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সারসংক্ষেপ:
২৭৫ কোটি টাকার জালিয়াতি
আইপিওতে ভুয়া তথ্য
১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৪টি অডিট ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা
দুদকে তদন্তের জন্য বিষয় হস্তান্তর